মানবিক সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ পাটগ্রামে
লালমনিরহাট জেলার পাটগ্রাম মহিলা কলেজের মোতাহার হোসেন অডিটোরিয়ামে অবহেলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। শনিবার (২১ মে) দুপুরে আদম তমিজী হক প্রতিষ্ঠিত মানবিক বাংলাদেশ সোসাইটি পাটগ্রাম উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিলু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন লিপু, পাটগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম সুমন, মানবিক বাংলাদেশ সোসাইটি পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান মানিক প্রমূখ। পাটগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি ও মানবিক বাংলাদেশ সোসাইটি পাটগ্রাম উপজেলা শাখার প্রধান উপদেষ্টা কাদের এলাহী লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন মানবিক বাংলাদেশ সোসাইটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালেহীন আহমেদ হৃদয়। এসময় অতিথিরা দুই শত অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।