Md. Anwarul Islam
প্রকাশ ১৫/০৭/২০২২ ০৪:১৫পি এম

চট্টগ্রাম কেআরসি কিশোরীদের সাথে ব্র্যাক ইন্সটিটিউট অব স্কিলস ভেলেপমেন্ট এর মতবিনিময় সভা।

চট্টগ্রাম কেআরসি কিশোরীদের সাথে ব্র্যাক ইন্সটিটিউট অব স্কিলস ভেলেপমেন্ট এর মতবিনিময় সভা।
মোঃ আনোয়ারুল ইসলাম, দিনাজপুর জেলা প্রতিনিধি।

সিডব্লিউএফডি বাস্তবায়িতে এ্যাকসালেরেটিং এ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ ইন বাংলাদেশ প্রজেক্টের গত ১৯শে মে’২০২২ বলুয়ার দিঘি , জনতা কলোনী ও আজ ২১শে মে’২০২২ কিশোরী রিসোর্স সেন্টারে কিশোরীদের সাথে ব্র্যাক ইন্সটিটিউট অব স্কিলস ডেভেলপমেন্ট প্রজেক্টেকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ব্র্যাক ইন্সটিটিউট অব স্কিলস ডেভেলপমেন্ট প্রজেক্টেকের পক্ষ থেকে কেআরসির আগ্রহী কিশোরীদের স্বল্প মূল্যে কম্পিউটার ও ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ প্রদানসহ বায়ারদের সাথে সংযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।


উক্ত মতবিনিময় সভায় সিডব্লিউএফডির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ওশিন চৌধুরী, টেকনিক্যাল অফিসার এবং দিপা পারিয়াল, টেকনিক্যাল অফিসার এবং ব্র্যাক ইন্সটিটিউট অব স্কিলস ডেভেলপমেন্ট প্রজেক্টেকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কৃঞ্চ চন্দ্র-এম.এ, সামেমা আক্তার-পিও, রায়হান-সিএল।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ