বাগেরহাটে ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা
বাগেরহাটের কচুয়ায় প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ নিয়ে নিজেকে এমবিবিএস পাস দাবি করায় এম.এম মনির নামে এক ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে কচুয়া উপজেলার জিরো পয়েন্ট এলাকায় ওই ডাক্তারের চেম্বারে অভিযান চালিয়ে তাকে জরিমানা করার পাশাপাশি তার চেম্বার সিলগালা করা হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার রোহান সরকারের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
এ বিষয়ে রোহান সরকার বলেন, প্রাথমিক চিকিৎসার একটি প্রশিক্ষণ নিয়েই তিনি (এম.এম মনির) নিজেকে এমবিবিএস পাস দাবি করে মানুষকে চিকিৎসা করছেন। তিনি সাইনবোর্ডে যে রেজিস্ট্রেশন নম্বর লিখেছেন সেটিও ভুয়া। তার অপরাধ প্রমাণ হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক লাখ টাকা জরিমানা ও তার চেম্বার সিলগালা করে দেওয়া হয়েছে। এ ছাড়া তিনি আর কখনো ভুয়া চিকিৎসা করবেন না বলে মুচলেকা দিয়েছেন।