নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু;আহত-২
নওগাঁ জেলার পোরশায় ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।
১৩ মে,শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রঘুনাথপুর ও পশ্চিম দুয়ারপাল মাঠে পৃথক এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পোরশা উপজেলার পশ্চিম রঘুনাথপুর টেকঠা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে নুহ শেখ (৫৫) ও পশ্চিম দুয়ারপাল ইসলামপুরের নুহুল ইসলাম মিস্ত্রির ছেলে আবু সায়েম (৩৫)।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৩ মে,শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে রঘুনাথপুর মাঠে নুহ শেখ ও পুনর্ভবা নদীর পাশে পশ্চিম দুয়ারপাল মাঠে সামাদ বোরো ধান কাটছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান। মাঠের অন্য কৃষকরা তাদের মরদেহ উদ্ধার করে।
অপরদিকে পশ্চিম রঘুনাথপুর মাঠে বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে বাঙ্গালপাড়া গ্রামের জাহানারা বেগম নামে এক নারীসহ দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পোরশা থানার অফিসার ইনচার্জ(ওসি) জহুরুল হক বজ্রপাতের ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে গেছে।
পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদ রেজা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সরকারি সহযোগিতা দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় নিহতের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হবে। এছাড়া আহতদের সত্যতা যাচাইয়ে লোক পাঠানো হয়েছে। ঘটনা সত্য হলে তাদের পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হবে।