About Us
Mamunur Rashid - (Rajshahi)
প্রকাশ ২৭/০৮/২০২০ ০৪:৪১পি এম

নতুনভাবে বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ

নতুনভাবে বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ Ad Banner

বাংলাদেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে নতুনভাবে বাড়ানো হলো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ। এরই ধারাবাহিকতায় আগামী তেসরা অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ঘোঘণা করে শিক্ষা মন্ত্রণালয়।শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কওমি মাদ্রাসা ছাড়া সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগের ঘোষণা অনুযায়ী আগামী ৩১শে অগাস্ট এ ছুটি শেষ হওয়ার কথা থাকলেও এখনি শিক্ষা প্রতিষ্ঠান না খোলার ব্যাপারে অভিভাবক ও বিশেষজ্ঞদের দিক থেকে মতামত আসছিলো।


এর আগে বাংলাদেশে মার্চ মাসের আট তারিখে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হবার পর ১৬ই মার্চ সরকার ঘোষণা দেয়, ১৭ই মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত স্কুল, কলেজসহ সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে। চলতি বছরের পয়লা এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাও তখন স্থগিত করা হয়। পরে সরকার যখন প্রথম দফা সাধারণ ছুটি ঘোষণা করে, তখন সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির মেয়াদ ৯ই এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ