MD. JANNATUL FARDOUS - (Mymensingh)
প্রকাশ ১৯/০৩/২০২২ ০৮:২৭পি এম

মুক্তাগাছা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মুক্তাগাছা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ad image
ময়মনসিংহের মুক্তাগাছায় পৌর বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মুক্তাগাছা পৌর বিএনপি’র আয়োজনে শনিবার দুপুরে শহরের হাজী কাশেম আলী মহিলা কলেজ সংলগ্ন চত্বরে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র আহ্বায়ক সুলতান আহমেদ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক ডাঃ মাহবুবুর রহমান।

সাবেক পৌর মেয়র মোঃ শহীদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি’র ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক, জতীয় নির্বাহী কমিটির সদস্য এড. ওয়ারেস আলী মামুন, ময়মনসিংহ বিভাগের সহ-সংগঠনিক সম্পাদক শরীফুল আলম, ময়মনসিংহ দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ, সাবেক এমপি, মুক্তাগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড. আবু রেজা ফজলুল হক বাবলু, অধ্যাপক রতন মাস্টার, সাবেক চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর হাসান, কামরুজ্জামান লেবু, বজলুর রশিদ তুহিন প্রমুখ।

সম্মেলনে বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ