নবাবগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ২
দিনাজপুরের নবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী আঃ রশিদকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার পদুমহার গ্রামের আঃ করিমের পুত্র। অপরদিকে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী রিপন সরকার (৩৪)কেও তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার নন্দনপুর গ্রামের দিনেশ সরকারের ছেলে।
১৮/০৩/২০২২ ইং তারিখ নবাবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে এসআই মোঃ আক্তারুল করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযানে আসামীদ্বয়কে আটক করা হয়। থানা পুলিশ সুত্রে জানা গেছে সাজাপ্রাপ্ত আসামী মোঃ আঃ রশিদকে বিজ্ঞ কোর্ট ১৯২৭ সনের বন আইনের ২৬(১ক) (৩) ধারায় দোষী সাব্যস্ত করে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা ক্ষতিপূরণ প্রদান করতে আদেশ দেন। এবং ক্ষতিপূরণের অতিরিক্ত ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরো ০২ (দুই) মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। অপর ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী রিপন সরকারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। নবাবগঞ্জ থানার অফিসার ইন চার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ জানান উক্ত আসামীদ্বয়কে ১৯/০৩/২০২২ তারিখ প্রয়োজনীয় কাগজপত্র সহ কোর্টে প্রেরণ করা হয়।