KAZI ARIFUL KARIM SOHEL - (Khulna)
প্রকাশ ১৯/০৩/২০২২ ০৮:৩১পি এম

পরিচালকের নিরাপত্তায় ২ কমান্ডো, ৬ পুলিশ

পরিচালকের নিরাপত্তায় ২ কমান্ডো, ৬ পুলিশ
গত ১১ মার্চ ভারতের ৭০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা। মুক্তির পর বিতর্কে জড়ালেও দর্শকের কাছ থেকে প্রশংসা কুড়াচ্ছে এটি। শুধু তাই নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সিনেমাটির প্রশংসা করেছেন। এরই মধ্যে সিনেমাটি বক্স অফিসে আয় করেছে ১০০ ‌কো‌টি রু‌পির বে‌শি। কয়েক দিন আগে বিজেপি শাসিত রাজ্যে সিনেমাটি করমুক্ত করা হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী সিনেমাটি দেখার জন্য অর্ধ দিবস সরকারি ছুটি ঘোষণা করেন। তবে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিনেমাটি না দেখার আহ্বান জানান। বিজেপির বিরোধি দল দাবি করেছে—এ সিনেমায় অর্ধেক সত্য দেখানো হয়েছে। মূলত, সিনেমাটিকে কেন্দ্র করে জোরালো মতবিরোধ দেখা দিয়েছে। এজন্য ভারত সরকার সিনেমাটির পরিচালকের নিরাপত্তার ব্যবস্থা করেছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটির নির্মাতা বিবেক অগ্নিহোত্রীকে সিআরপিএফ সহ ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। গালতে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, বিবেক অগ্নিহোত্রীর নিরাপত্তায় আটজন পুলিশ সদস্য থাকবেন। উইকিপিডিয়ার তথ্য মতে, ভারতে ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তায় ১-২ জন কমান্ডো নিয়োজিত থাকেন। পাশাপাশি ৬-৭ জন পুলিশ সদস্য থাকেন। মূলত, মোট ৮ জন সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকেন। প্রতি মাসে এই নিরাপত্তা বাবদ খরচ হয় ১২ লাখ রুপি।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ