KAZI ARIFUL KARIM SOHEL - (Khulna)
প্রকাশ ১৯/০৩/২০২২ ১১:৫১এ এম

খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ

খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ
খুলনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে নগরীর খানজাহান আলী থানার তেতুলতলা রেলক্রসিং এর পাশে কামরুলের গ্যারেজে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে। জানাগেছে, শিরোমনি পুর্বপাড়ার বাসিন্দা স্বামী স্ত্রী কামরুলের গ্যারেজের সামনে থেকে যাচ্ছিলো। এ সময় কামরুল, জীবন, সুমন, আলা, পিয়াস তাদের জোরপুর্বক তাদের তুলে গ্যারেজের মধ্যে নিয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে (২৭) পালাক্রমে ধর্ষণ করে।

এ ব্যাপারে খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলে ভিকটিম থানায় আছে। তবে স্থানীয় ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আল আমিন ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য দেন দরবার করছেন বলে জানা গেছে। উল্লেখ্য, কিছুদিন আগে কামরুলকে এক কেজি গাজাসহ এসআই হায়দার আটক করলেও মোটা অংকের লেনদেনের মাধ্যমে মামলা হয়নি। কামরুল স্থানীয় মাদক ব্যবসায়ী বলে নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ