Ariful hasan - (Netrokona)
প্রকাশ ১৯/০৩/২০২২ ১১:৫৪এ এম

বিনামূল্যে সেচ্ছাসেবীর কাছ থেকে রক্ত নিয়ে রক্ত বিক্রি করলো। পদ্মা হাসপাতাল

বিনামূল্যে সেচ্ছাসেবীর কাছ থেকে রক্ত নিয়ে রক্ত বিক্রি করলো। পদ্মা হাসপাতাল
সেচ্ছাসেবীর কাছ থেকে বিনামূল্যে রক্ত নিয়ে সেই রক্ত বিক্রি করে দিলো হাসপাতাল। কথাটা শুনে অবাক মনে হলেও কথাটা সত্য এমন ঘটনায় ঘটেছে গাজীপুরের মাওনায়। নিউ পদ্মা হাসপাতাল নামক এক হাসপাতালে। হাসপাতাল পদ্মা হাসপাতাল রক্তদাতার কাছ থেকে বিনামূল্যে রক্ত নিয়ে তা রোগীর কাছে বিক্রি করে।

তবে রক্ত বিক্রির দালাল কোন ব্যক্তি নয় দালাল হচ্ছে হাসপাতাল। গাজিপুরের মাওনায় ঘটেছে এমন ঘটনা, সেচ্ছাসেবীর দেয়া বিনামূল্যে বি নেগেটিভ ব্লাড বিক্রি করেছেন রোগির লোকের কাছেই যার মূল্য দিতে হয়েছে ৬০০০ টাকা!!! এমন অমানবিক নিষ্ঠুর কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় রক্তদাতা সেচ্ছাসেবী সংগঠন।

অবশেষে সেচ্ছাসেবীদের চেষ্টায় বিষয় টি ক্লিয়ার হয়েছে,।সেচ্ছাসেবীরা এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধন করে এবং এই দেশে যেন এমন অমানবিক ঘটনা আর না ঘটে তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করে।এবং সারা দেশে সকল রক্তদাতা সেচ্ছাসেবীদের এবং সকল রক্তদাতা সংগঠনের মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করে।এবং সকলকে নিউ_পদ্মা_হাসপাতাল কে বয়কট করার আহ্বান জানান।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ