Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ১৮/০৩/২০২২ ০৪:১২পি এম

সৌদিতে ইউক্রেনের নাগরিকদের যে সুবিধা দিল সালমানের সরকার

সৌদিতে ইউক্রেনের নাগরিকদের যে সুবিধা দিল সালমানের সরকার
সৌদি আরবে অবস্থানরত ইউক্রেনের নাগরিকদের ভিসার মেয়াদ বাড়িয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। সৌদির অভিবাসন কর্তৃপক্ষের প্রধান বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন।খবর আরব নিউজের। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে পর্যটক, ব্যবসায়ী বা শ্রমিক-ইউক্রেনের নাগরিকরা যে পেশারই হোক না কেন, ভিসার মেয়াদ বাড়াতে কোনো ধরনের ফি নেওয়া হবে না।

মানবিক কারণে এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সৌদি সরকার।সৌদি বাদশাহ সালমানের নির্দেশে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ভিসার মেয়াদ বাড়াতে কোনো ইউক্রেনীয়কে অভিবাসন কর্তৃপক্ষের দপ্তরে আসার প্রয়োজন নেই বলেও জানিয়ে দেওয়া হয়েছে। স্বয়ংক্রিয়ভাবে সবার ভিসার মেয়াদ বাড়িয়ে দিচ্ছে বলে জানায় অভিবাসন কর্তৃপক্ষ।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ