৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
৪৫০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মাসুদ রানা ও স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার আমিনুল ইসলাম এর নেতৃত্বে বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত ৭.৫০ ঘটিকায় জয়পুরহাট সদর থানাধীন ভুটিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪৫০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে হাতেনাতে গ্রাফতার করে র্যাবের চৌকশ অপারেশনাল দলটি।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জয়পুরহাট জেলার সদর থানাধীন আটাঠোকা গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে জায়েদ বিন রিপন (২৬)।
কোম্পানী কমান্ডার মাসুদ রানা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জায়েদ বিন রিপন দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করেজেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে এবং তার বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।