About Us
MD Emran
প্রকাশ ২৬/০৮/২০২০ ০৭:৩৫পি এম

ভারতের পাঁচতলা ভবন ধসে শতাধিক মানুষ চাপা পড়ার আশঙ্কা

ভারতের পাঁচতলা ভবন ধসে শতাধিক মানুষ চাপা পড়ার আশঙ্কা Ad Banner

ভারতের মহারাষ্ট্রে একটি পাঁচতলা ভবন ধসের ঘটনায় মৃতের  বেড়ে দাঁড়িয়েছে অন্তত 15 জনে। এছাড়াও জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত 78 জন কে। মঙ্গলবার ও ধসের ভিতর থেকে বেশ সংখ্যক মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এখনও বেশ কয়েকজন নিখোঁজ থাকায় তাদেরকে জীবিত অথবা মৃত উদ্ধারের  আশায় দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা । উদ্ধার কাজে যোগ দিয়েছেন জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থার সদস্যরাও।

গেল সোমবার জাতীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে হঠাৎই ধসে পড়ে ভবনটি। প্রাথমিকভাবে ভবনের উপরে তিনতলা ধসে পড়ে তাতে নিচের তলা গুলো ক্ষতিগ্রস্ত হয়। ওই ভবনটিতে দশটি পরিবার বসবাসরত ছিলেন।শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ