নড়াইলের শেখহাটী তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন পালিত
নড়াইলের শেখহাটী তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধীনতার মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারী) বেলা ১১ ঘটিকায় বিদ্যালয়ের সভা কক্ষে মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন পালন করা হয়। এ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে স্বাধীনতা ও বঙ্গবন্ধু প্রসঙ্গে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া শিক্ষার্থীদেরকে স্বাধীনতা যুদ্ধে সক্রিয় অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধার কন্ঠে মুক্তিযুদ্ধে সংগঠিত বাস্তব ঘটনার বিবরণ শোনানোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এ কার্যক্রমে অংশগ্রহণ করেন জামদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ শওগত মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজম খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের মাওঃ শিক্ষক আবু সাঈদ। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ।