MD. MOSHIUR RAHMAN - (Dhaka)
প্রকাশ ১৮/০৩/২০২২ ১১:০৪এ এম

বঙ্গবন্ধুর জন্মদিবসে ডিআইইউ'র শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর জন্মদিবসে ডিআইইউ'র শ্রদ্ধা নিবেদন
'টুঙ্গিপাড়া হৃদয়ে পিতৃভূমি’ এই বিষয়টিকে প্রতিপাদ্য করে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি(ডিআইইউ)। আজ বৃহস্পতিবার(১৭মার্চ) সকাল সাড়ে ১০টায় ধানমণ্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধুর ভবন প্রাঙ্গণে, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র (ডিআইইউ) উপচার্য অধ্যাপক ডঃ সাইফুল ইসলাম ও উপ উপচার্য- অধ্যাপক ডঃগণেশ চন্দ্র সাহা'র নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

জাতির পিতাকে স্মরণে পুষ্পস্তবক অর্পণকালে এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক ডঃ শাহ আলম চৌধুরী,রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান- ফজলুল হক পলাশ, সিভিল ইঞ্জিনিয়ারিং(পুরকৌশল) বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মাহফুজুর রহমান এবং প্রায় সকল বিভাগের ছাত্র/ছাত্রী বৃন্দ।

বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বৃহস্পতিবার প্রথম প্রহরেই, এরপর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র সাতারকুল ক্যাম্পাসে দিনভর ছিলো নানা আয়োজন। কর্মসূচির মধ্যে দুপুর ৩ ঘটিকায় অনুুুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল(বাদ আসর)।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ