দুই দেশের সীমানা পেরিয়ে বিরলে নীলগাই, স্থানীয়দের ধাওয়ায় মৃত্যু।
দিনাজপুর বিরলে বাংলাদেশ ও ভারতের সীমানা পেরিয়ে এসে মৃত্যুর মুখে পতিত হলো একটি নীলগাই। বন বিভাগ জানায়, স্থানীয়দের ধাওয়ার কারণে হার্ট অ্যাটাকে ওই নীলগাইয়ের মৃত্যু হয়েছে।
গত বুধবার ১৬ মার্চ উপজেলার ৮নং ধর্মপুর ইউপি’র কামদেবপুর সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটে। নীলগাইয়ের মরদেহ বিজিবি ক্যাম্পে নেওয়া হয়েছে।
জানা গেছে, গত বুধবার ভারত সীমান্ত পেরিয়ে খাবারের সন্ধানে বাংলাদেশের দিনাজপুরের বিরল উপজেলার কামদেবপুর সীমান্তঘেঁষা এলাকার শালবাগান ও ধানখেতে নীলগাইটিকে বিচরণ করতে দেখতে পান স্থানীয়রা। একে একে তারা জড়ো হয়ে বিভিন্নভাবে প্রাণীটিকে আটক করতে চেষ্টা করে।
এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে নীলগাইটিকে আটক করতে গেলে এটি অসুস্থ হয়ে পড়ে। এ সময় বনবিভাগের কর্মকর্তারা চিকিৎসা দিতে চাইলেও তা করতে দেওয়া হয়নি। পরে বিজিবি সদস্যরা প্রাণীটিকে ক্যাম্পে নিয়ে যায় এবং সেখানে নীলগাইটি মারা যায়।
দিনাজপুর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা বশিরুল আল মামুন জানান, সীমান্ত এলাকা হওয়ার কারণে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা থাকায় বিজিবি সদস্যরা প্রাণীটিকে ক্যাম্পে নিয়ে যান। ধাওয়ার কারণে হার্ট অ্যাটা হয়ে নীলগাইটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।