নাটোরের বড়াইগ্রামে নসিমনের ধাক্কায় দর্জির মৃত্যুঃ চালক আটক
নাটোরের বড়াইগ্রামে নসিমনের চাপায় শহীদুল ইসলাম (৪৫) নামে বাই সাইকেল আরোহী এক দর্জির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার মৌখাড়া বাজারে আহম্মেদপুর-বড়াইগ্রাম থানার মোড় সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহীদুল ইসলাম বড়াইগ্রাম পৌরসভার বড়াইগ্রাম উত্তরপাড়া মহল্লার মৃত আরশেদ আলীর ছেলে। এ ঘটনায় স্থানীয়রা নসিমনের চালক রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সগুনা গ্রামের সাইদুর রহমানের ছেলে শাহীন আলম (২২) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে নিহত শহীদুল প্রতিদিনের ন্যায় সাইকেলযোগে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে মৌখাড়া হাটের বাঁধন টেইলার্সে যাচ্ছিলেন। মৌখাড়া হাটে পৌঁছলে গরু বোঝাই বেপরোয়া গতির একটি নসিমন পেছন থেকে সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে শহীদুল রাস্তায় ছিটকে পড়ে গেলে নসিমনটি তাকে চাপা দেয়। নসিমনের পেছনের চাকা নিহত তার মাথার উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, ঘাতক নসিমনটি জব্দ ও চালককে থানায় নিয়ে আসা হয়েছে।