MD Nomsher Alam - (Sherpur)
প্রকাশ ১৭/০৩/২০২২ ০৪:০২পি এম

ঝিনাইগাতীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

ঝিনাইগাতীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
সারা দেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতীতে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে (১৭মার্চ) বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে আনুষ্ঠানিক ভাবে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দিবসের গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) জয়নাল আবেদীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফায়েজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার শামসুল হক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক
শাহ আলম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ আবুল হাসেম প্রমুখ।

মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে সরকারী বিভিন্ন দপ্তরের ১৮টি স্টল বসে। এছাড়াও চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, বিটিভিতে সরাসরি কেন্দ্রীয় অনুষ্ঠান বড় পর্দায় প্রর্দশন, বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সহ অন্যান্য কর্মসুচী পালন করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ