Nayan Das - (Rangpur)
প্রকাশ ১৭/০৩/২০২২ ০৪:০৮পি এম

পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে হাঙর জব্দ

পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে হাঙর জব্দ
বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে চারশো কেজি হাঙর সহ ২ জনকে আটক করে পাথরঘাটা কোস্টগার্ড। বুধবার (১৬ মার্চ) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ ঘন্টার অভিযান চালিয়ে তালতলা বাসস্ট্যান্ড থেকে বিসিজি স্টেশান পাথরঘাটার কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন, সিপিও এর নেতৃত্বে একটি টহলদল কর্তৃক একটি মালবাহী গাড়ি তল্লাশী করে ২ জন আসামীসহ চারশো কেজি হাঙ্গর জব্দ করা হয়।

এ বিষয়ে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম হারুনর রশিদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা একটি মালবাহী গাড়িতে আভিযান পরিচালনা করি এবং আমরা তাদের কাছ থেকে হাঙর মাছসহ দুজনকে আটক করতে সক্ষম হই। আরো বলেন এরকমের শিকারিদের রুখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ আল মুজাহিদ বলেন,আমরা মোবাইল কোর্ট এর মাধ্যমে ২ জন আসামীকে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং পরবর্তীতে জব্দকৃত হাঙ্গর মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ