আগামীকাল থেকে রাবিতে মুজিববর্ষ গ্ৰন্থ উৎসব ২০২২।
জাতীয় শিশু দিবসেকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন মুজিব বর্ষ গ্ৰন্থ উৎসব ২০২২ আয়োজন করছে। গ্ৰন্থ উৎসব থেকে অর্জিত মুনাফা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য ব্যয় করা হবে।
মেলাটি ১৭-২৬ শে মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অনুষ্ঠিত হবে।
বই মেলায় ঢাকার স্বনামধন্য কিছু প্রকাশনীর বই পাওয়া যাবে। গল্প, উপন্যাস, সাইন্স ফিকশন ,ইংরেজি অনুবাদ গ্রন্থ, শিশুদের বই সামগ্রী , নতুন প্রকাশিত বই সহ প্রায় সব ধরনের বই এর সংগ্ৰহ থাকবে বই মেলায়।
উল্লেখ্য যে, নবজাগরণ ফাউন্ডেশন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন । বিগত ৯বছর যাবৎ নানাবিধ স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মান উন্নয়ন, সামাজিক উন্নয়নে সহায়তামূলক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে শিক্ষাক্ষেত্রে উৎসাহীকরণ ও যুগোপযোগী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে।