নেশা জাতীয় ওষুধ রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ব্যতীত বিক্রি না করার
নেশা জাতীয় ওষুধ রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ব্যতীত বিক্রি না করার অনুরোধ জানিয়ে দুপচাঁচিয়া উপজেলার ওষুধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময়। সেই সাথে যে সমস্ত ওষুধ সরকার মাদক হিসেবে ঘোষণা করেছেন অধিক লাভের আশায় সে সমস্ত ওষুধ দোকানে না রাখার অনুরোধ। মাদক ঘোষিত ওষুধসমূহ কারো নিকট পাওয়া গেলে কঠোর হস্তে দমন করার ঘোষণা।
সভায় সভাপতিত্ব করেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আবুল কালাম আজাদ।
সভায় বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগ অ্যাসোসিয়েশন এর সভাপতি জনাব মোঃ আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহিনুর রহমান সহ ওষুধ ব্যবসায়ী সমিতির বিভিন্ন স্তরের নেতারা। সকলেই মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করার মাধ্যমে মতবিনিময় সভার সমাপ্তি হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুপচাঁচিয়া থানার এসআই মোঃ শাহজাহান আলী।