Milon Hossain - (Naogaon)
প্রকাশ ১৭/০৩/২০২২ ০১:০২এ এম

জনপ্রিয় ইনফ্লুয়েন্সার "নোবেল মাহমুদ" যেভাবে আলোচোনায়

জনপ্রিয়  ইনফ্লুয়েন্সার "নোবেল মাহমুদ" যেভাবে আলোচোনায়
ad image
কষ্টের গান, তাও Rap এর সঙ্গে, হ্যাঁ এখন নোবেল নামটা এ কারোণেই দেশের সঙ্গিত শিল্পে আলোচিত। টিকটকের মাধ্যম দিয়ে আলোচনায় আসেন নোবেল। এরপর নিজেকে প্রকাশ করেন একজন গায়ক ও ইনফ্লুয়েন্সার হিসেবে। নোবেল এখন অনেকের কাছে অনুপ্রেরণার নাম। সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় তিনি। ২০১৭ সাল থেকে পথচলা শুরু হলেও মিডিয়াতে তার পরিচিতি ‘নোবেল মাহমুদ’ হিসেবে। এই নোবেল মাহমুদ বাংলাদেশের অন্যতম একজন টিকটকার যিনি কিনা নানা ব্র্যান্ডের ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করেছেন।

ইতোমধ্যেই তার টিকটকে ২০ লক্ষের ও অধিক অনুসারী হয়েছে এবং তার টিকটক ক্যারিয়ার সম্পর্কে সে আমাদের জানিয়েছেন, আমি টিকটক কে একটা প্রচার মূলক উদ্দেশ্যে ব্যবহার করি। আমার নতুন রিলিজ করা গান হোক বা নতুন শর্ট ফিল্ম আমি এগুলোর প্রচার কার্যের জন্য টিকটক ব্যবহার করি এবং পাশাপাশি সর্ট ফানি ভিডিও ও আপলোড করি।

তার ভবিষ্যত পরিকল্পনা হিসেবে তিনি জানান, তিনি আপাতত তার কাজের দক্ষতা বৃদ্ধি তে ব্যস্ত এবং ভবিষ্যতে তিনি এই দক্ষতা কে কাজে লাগিয়ে ভালো কিছু করার আশাবাদী।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ