লোহাগাড়ায় বাজার মনিটরিং অভিযানে এসিল্যান্ডের ৬ দোকানীকে ৯০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রামের লোহাগাড়ায় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে মনিটরিং কার্যক্রম জোরদার করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৬ মার্চ) নির্বাহী ম্যাজিষ্ট্রেট তথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাজারদর মনিটরিং করতে অভিযানে নেমেছেন এসিল্যান্ড মোহাম্মদ শাহজাহান। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনের ৬ দোকানীর কাছ থেকে ৯০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী, নয়ন দাশ প্রমুখ।