'মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা অব্যাহত মিথ্যাচার করছেন'
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতারা অব্যাহত মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।মঙ্গলবার দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা দ্রব্যমূলের ঊর্ধ্বগতির কথা বলছেন। আমরা আগেই বলেছি, দীর্ঘ ২ বছরের বেশি সময় বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ভয়াবহ বিস্তারের কারণে বিশ্বের অপারাপর দেশের সঙ্গে আমদানি-রপ্তানির স্বাভাবিক গতি ব্যাহত হওয়াসহ বেশ কিছু কারণে বিশ্ববাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটেছে।
এ জন্য অন্যান্য দেশের মতো বাংলাদেশের বাজারেও বিরূপ প্রভাব পড়েছে। তারপরও বিএনপি নেতারা অব্যাহত মিথ্যাচার ও অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। যা খুবই দুঃখজনক।তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তাদের সেই ব্যর্থতার লজ্জাজনক অধ্যায় দেশের মানুষ ভুলে যায়নি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকার পতনের চক্রান্ত বাস্তবায়নে বিএনপি-জামায়াত জোট দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশবিরোধী ও জনগণের স্বার্থ পরিপন্থী নানামুখী ষড়যন্ত্রে জড়িত থাকায় এদেশের জনগণ তাদের চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে।
স্বৈরশাসন, সন্ত্রাস-জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতা, হাওয়া ভবন-খোয়াব ভবন খুলে প্রশাসনের সর্বস্তরে ও আর্থ-সামাজিক সব খাতে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। জিয়া পরিবারের বিদেশে অর্থ পাচার, এতিমের টাকা আত্মসাৎ, একুশে আগস্ট গ্রেনেড হামলা, সিরিজ বোমা হামলা, সংখ্যালঘু নির্যাতন, হত্যা-ক্যু-ধর্ষণের রাজত্ব কায়েম ধ্বংসাত্মক রাজনীতি ও অগ্নিসন্ত্রাসের কারণে বিএনপির বিরুদ্ধে জনগণ ব্যালট রায়ের মাধ্যমে বারবার নিরব অভ্যুত্থান সংঘটিত করেছে।
তিনি বলেন, বিএনপি প্রায় এক দশক ধরে তথাকথিত গণঅভ্যুত্থান সংঘটিত করার নামে সরকার পতনের কথা বলে আসছে। ২০০১ থেকে ২০০৬ সালের মতো আওয়ামী লীগ নেতাকর্মীদের ভয়ংকর পরিণতির হুমকি দিচ্ছে। বিএনপি নেতাদের এই ফাঁকা আওয়াজ মিথ্যাবাদী রাখাল ও বাঘের শিশুতোষ গল্পের কাহিনি ছাড়া আর কিছু নয়। জনগণ তাদের দুরভিসন্ধিমূলক ফাঁকা আওয়াজে বিভ্রান্ত হবে না।