About Us
Verified আই নিউজ বিডি ডেস্ক
প্রকাশ ২৬/০৮/২০২০ ০৫:১৫পি এম

বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ Ad Banner

বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।  বুধবার সকালে বরিশাল নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম এ কথা জানান।  তিনি বলেন, ঝোড়ো হাওয়ার আশঙ্কায় নদীবন্দরগুলোকে ২নং নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বৈরী আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।  তবে রাতে ছাড়ার নিয়ম থাকায় ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। 


এদিকে বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ নৌবন্দরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।  এসব এলাকার নদীবন্দরসমূহকে ২নং (পুনঃ) ২নং নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।  এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।  এসব এলাকার নদীবন্দরসমূহকে ১নং (পুনঃ) ১নং নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ