বাগেরহাটে মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলালীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
বাগেরহাটে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলালীগ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে দেশব্যাপী বিএনপি ও জামায়াত,শিবিরের মদদে জঙ্গিবাদ, জন্ত্রাস, দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে শহরের রেলরোডস্থ আওয়ামীলীগের জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিন শেষে রাহাতের মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সমাবেশে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড: ভুইয়া হেমায়েত উদ্দিন,বাংলাদেশ মহিলা আওয়ামীলী বাগেরহাট জেলা শাখার সভাপতি এ্যাড: সীতা রানী দেবনাথ,সাধারন সম্পাদক এ্যাড: শরিফা খানম,সহসভাপতি আফরোজা আক্তার লিনা,মিসেস জোবেদা মান্নান,যুব মহিলালীগ বাগেরহাট জেলা শাখার আহবায়ক এ্যাড: লুনা সিদ্দিকী মহিলা আওয়ামীগ বাগেরহাট জেলা ,সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মোরশেদা আক্তার,আসমাতুল ফাতেমা ময়না,যুব মহিলালীগ বাগেরহাট জেলা শাখার যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট ঝর্না রায়, সদর উপজেলা যুব- মহিলালীগের সভাপতি সোহেলী সুলতানা,মমতাজ বেগম পৌর মহিলা আওয়ামীলীগের আহবায়ক তানিয়া খাতুন,সদস্য সচিব সাদিয়া আফরোজ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন বিএনপি জামায়াত,শিবিরের কর্মীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে,তাদের এই নৈরাজ্য প্রতিহত করতে এবং মাননীয় প্রধানমন্ত্রির হাতকে শক্তিশালী করতে আমাদের মাঠে থাকতে হবে।