Mahfuzur Rahman - (Mymensingh)
প্রকাশ ১৪/০৩/২০২২ ১১:৩০পি এম

মন আজ ফাগুনে

মন আজ ফাগুনে
কলমেঃমুহাম্মদ রাকিব

আলোক ছায়া হেঁসে
লিখছো আবেগ মেখে
যে না দিল ধরা
তাহারই প্রতিচ্ছবি এঁকে।
কোনে কোনে কোন সে কোনে
ভিজায়েছ চোঁখের কোনে
পাতাতে পাতা সে তো ঐ
চারুলতা
পারিছে কি বাঁধতে মনের বেঁধিতে!
কতকাল দিবানিশি হইয়াছে বাসি
তবু তো সে দেখতে আসেনি
তবে কি তাকে কভু
ভালোবাসি নি।
থরো-থরে বিথরে
জমিয়েছ মনের ঘরে
তুমি এলে আশার সজীবতা মিলে
মনের মরিচীকা দিতে পারো ঢেকে।
মন আজ ফাগুনে
তোমারই সন্ধানে
তুমি আসবে এ ফাগুনে!
তোমার এলো কেশে
কৃষ্ণচুড়া দিবো গেঁথে
তোমার মনেরই অশ্রুদ্বারা
মন মিলনে দিবো মুছে,
ফাগুন আজ রঙিন রূপে
একান্ত তোমার নিরবতা পুঁজে।
রঙিন হয়ে সমুজ্জ্বল এ ফাগুন
তবু রঙিল না
মনের ফাগুন!

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ

MD hedaetul Islam - (Sirajganj)
প্রকাশ ২৭/০২/২০২২ ০৯:৫৫পি এম
MD hedaetul Islam - (Sirajganj)
প্রকাশ ০১/০৩/২০২২ ০৯:৪৩পি এম
ismail Hossain - (Dhaka)
প্রকাশ ২২/০২/২০২২ ০৫:১৬পি এম