গৌরীপুরে ইউড্রেন ভেঙ্গে চলাচলে দূর্ভোগ
ময়মনসিংহের গৌরীপুরের সহনাটি ইউনিয়নে একটি আঞ্চলিক সড়কে ইউড্রেন ধসে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দূর্ভোগে পড়েছে সহনাটি ও মাওহা ইউনিয়নের কয়েক গ্রামের মানুষ। সোমবার ১৪ ই মার্চ সরেজমিনে গিয়ে দেখা যায় মাওহা ইউনিয়নের বীরআহাম্মদপুর বাজার (কাচারি বাজার) থেকে সহনাটি ইউনিয়নের পাছার বাজার আঞ্চলিক সড়কের সোনামপুর এলাকায় একটি পানি নিষ্কাশনের জন্য ইউড্রেনটি নির্মাণ করা হয়েছিল। কয়েক মাস আগে থেকে ইউড্রেনে উপরিভাগ একটু একটু করে ভেঙে পড়তে থাকে। কিন্ত সংস্কার না করায় গত রোববার রাতে ইউড্রেনের উপরের অংশ ধসে পড়ে যায়।
স্থানীয়রা জানান আঞ্চলিক এই সড়ক হয়ে বীরআহাম্মদপুর, কড়মরিয়া, ঝলমলা, সোনামপুর, মানিকরাজ, রাইশিমুল পাছার সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ ও শিক্ষার্থীরা এই সড়ক হয়ে চলাচলাকরে। কিন্তু সড়কের ইউড্রেন ধসে পড়ায় সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল বলেন ইউড্রেন নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ সাংবাদিকদের বলেন, ইউড্রেন ভেঙে পড়ার বিষয়টি আমাকে কেউ জানায়নি। খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।