ফকিরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী নিহত
বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী শ্বাশত রায় (১৯) নামের একজন নিহত হয়েছেন। রবিবার বিকাল ৪টার দিকে বাগেরহাট-খুলনা মহা-সড়কের ফকিরহাট উপজেলার বালাই ঘোষের দোকান নামক স্থানে ওই দূর্ঘটনার ঘটনা ঘটে। নিহত শ্বাশত রায় মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা গ্রামের সুখেন্দ্র রায়ের পুত্র। তিনি বাগেরহাটে ট্রেইন রিক্রুট পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষা দিয়ে ফিরছিলেন। কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোহাম্মদ আলী জানান, শ্বাশত রায় মোটর সাইকেলে করে মোংলার দিকে আসছিল। দ্রুতগতিতে চলা মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি কুকুরকে চাপা দেয়। এরপর বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী পিকআপের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনা স্থলেই মোটর সাইকেল আরোহী শ্বাশত রায় নিহত হন। খবর পেয়ে হায়ওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে মরদেহ উদ্ধার করে।