Azizur Rahman babu - (Shariatpur)
প্রকাশ ১৪/০৩/২০২২ ০৬:৪১পি এম

শিশুদের যত্ন নিন !

শিশুদের  যত্ন নিন !
ad image
আমাদের প্রায় বাড়িতে ১৩/১৪ বছরের শিশু রয়েছে। এদের পেছনে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের অভিভাবকরা সময় খুবই কম দিয়ে থাকেন। এদের সাথে সন্মান বজায় রেখে কথা বলতে চেষ্টা করুন । এঁদের পর্যবেক্ষণ শক্তি প্রচুর। শাসন করে অথবা ধমক দিয়ে কোন কাজ আদায় করবেন না। বরং বাস্তবিক জ্ঞান যুক্তি দিয়ে এইসব মেধাবী সন্তানদের পরিচর্যা করুন। এই বয়সে এঁরা নিজকে মূল্যবান মানুষ হিসেবে ভাবতে শুরু করে।

এই বয়সের ছেলে হউক মেয়ে হউক স্বাভাবিক ভাবে বেড়ে উঠার সাথে সাথে হিউমার সেন্স পজেটিভ হয়ে উঠে। তারা বড়দের কাছ থেকে সন্মান,স্নেহ, মমতা পেতে আগ্রহী হয়ে উঠে। এঁরা একেকটি পরিবারের রত্ন । সৃজনশীল কর্মকান্ডে আগ্রহী করে তুলুন। আজ আপনি জোর করে শাসন করছেন - গায়ে আঘাত করে ভয় দেখিয়ে কাজ আদায় করতে চাচ্ছেন সেটি চরম ভূল সিদ্ধান্ত হবে - আপনার। একসময় সেও বড় হবে কৈশোর থেকে যৌবনে পদার্পণ করবে। শিশুটি তাঁর পজেটিভ আচরণকে নেতিবাচক মতামতে ঠেলে দেবেন না। সময়ের বিবর্তনে আপনার ভূল সিদ্ধান্তগুলো তার জীবনে প্রভাব সৃষ্টি করবে। সে হয়ে উঠবে একটি প্রতিবাদী কন্ঠস্বর। এই প্রজন্মের কাছে - আপনি জেনে শুনে কেন অপরাধী হবেন ?

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ