লিখতে চাই একটি ছোট্ট কবিতা
তুলে ধরতে চাই বাস্তবতার সচিত্রটা।
ভাষাগত জ্ঞান হয়তো রয়েছে অনেক অজানা
তাই বলে তো কবিতা লিখতে নেই মানা।
ছন্দে ছন্দে লিখতে গিয়ে
যদি হয়ে যায় যায় ছন্দের পতন,
তবুও পাঠকবৃন্দের কাছে অনুরোধ
সাজিয়ে নিও নিজের মনের মতন।
সে যাই হোক, করছি তবে শুরু
মোর এই কথায় কষ্ট নিওনা কেউ কভু।
সভ্যতার পরিবর্তনে দিনে দিনে আমরা হচ্ছি আধুনিক
মনুষ্যত্ব আর বিবেক যেন ঘুরছে দিক বেদিক।
বিশ্বাস যেন আজ হারিয়ে যাচ্ছে অবিশ্বাসে
মানষিক প্রশান্তি সেটা আসবে কোন আশ্বাসে।
অন্যের স্বপ্ন বিনষ্ট করার স্বপ্ন দেখি রোজ
এসব অনিয়ম বিশৃঙ্খলার কে-বা রাখে খোজ।
একত্ববোধ আর আন্তরিকতা বর্তমান সমাজে কই
এত কিছু প্রকাশ করার ভাষা আমার জানা নাই।
ধর্মীয় মূল্যবোধ আর শ্রদ্ধাবোধ যাচ্ছে কমে দিনে দিনে
সুশীল সমাজ গড়বো তবে, আমরা কেমনে?
মনের সুপ্ত বাসনা আর আশা সর্বদাই যেন রঙিন
বাস্তবতাকে উপেক্ষা করলে তাও হবে সঙ্গিন।
প্রকৃতির কিছু প্রাকৃতিক বিপর্যয়
মাঝে মাঝে পৃথিবীতে সংগঠিত হয়,
তবুও কেন মানবজাতি হইনা সচেতন
কেন বিচলিত থাকে অচেতন মন।