Md.Abu Munif Al Mukim - (Nilphamari)
প্রকাশ ১২/০৩/২০২২ ০৮:২৫পি এম

এ কেমন মন (কবিতা)

এ কেমন মন (কবিতা)
কবিতার পাতা যেন
হয়ে গেছে এলোমেলো,
জীবন পাতা যেন
হয়ে যাচ্ছে অগোছালো।
সু-চিন্তাধারা গুলো যেন
দিনে দিনে হয়ে যাচ্ছে বিলুপ্ত,
জীবন প্রণালীর সকল শাখা প্রশাখা
যেন থেকে যাচ্ছে অতৃপ্ত।
জীবন যেন মনে হয় এক মিশ্র বিক্রিয়া
উৎপন্ন হচ্ছে যেন ক্ষণে ক্ষণে বিষক্রিয়া।
বাস্তবতার নির্মম পরিহাসে
সর্বাঙ্গ হয়ে গেছে যেন বিষাক্ত,
তবুও কেন জানিনা এ মন
রঙিন স্বপ্নে নিজেকে করতে চায় আসক্ত।
চাইছে এ মন, নিজেকে
পৃথিবীর এই মোহ মায়ায় জড়াতে,
অজানা কোন এক জগতে
সবকিছু উপেক্ষা করে হারাতে।
প্রকৃতির নিয়ম নীতি করে উপেক্ষা
সুখ কী কখনো আসে জীবনে?
বিবেকের এই দৃষ্টিভঙ্গি
এ প্রশ্নই তুলছে ক্ষণে ক্ষণে।
আমার এ কেমন মন
যা সময়ে অসময়ে হচ্ছে পরিবর্তন?
বাস্তবতার বিবেকের জালে
বাঁধতে হবে এই মন,
তা না হলে হয়তো হবে
অশুভ শক্তির বিচরণ।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ