Manir Ahmed Azad - (Chattogram)
প্রকাশ ১১/০৩/২০২২ ০৭:৩৬পি এম

লোহাগাড়ার বড়হাতিয়া ইউপি’র আয়োজনে সুধিসমাবেশে প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান

লোহাগাড়ার বড়হাতিয়া ইউপি’র আয়োজনে সুধিসমাবেশে প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউপি’র আয়োজনে এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। ১১ মার্চ সকালে বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি।

এতে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান, জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, জেলা পিপি অ্যাড. সিরাজুল ইসলাম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌর মেয়র মজিবুর রহমান।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জিতু, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শিবলী নোমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান, রয়েল টেক্সটাইলের চেয়ারম্যান মু. আবুল কাসেম চৌধুরী, দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মুহাম্মদ শফিউল আলম সাকিব, সাতকানিয়ায় পৌর মেয়র মুুহাম্মদ জুবাইর, বাংলাদেশের স্বনামধন্য শিল্পপতি কুতুবউদ্দিন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রিদুয়ানুল হক সুজন, সাধারণ সম্পাদক মুহাম্মদ হুমায়ন কবির প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডাঃ বিদ্যুৎ বড়ুয়া, আইআইইউসির ক্রীড়া শিক্ষক মুুহাম্মদ সেলিম উদ্দিন ও শিক্ষিকা লায়লা বিলকিস।

এছাড়াও সুধী সমাবেশে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়, দেশের মানুষের কল্যাণ হয়। তিনি এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিমন্ত্রী আরও বলেন, উন্নয়নের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি যে মেগা প্রজেক্টগুলো হাতে নিয়েছেন সেগুলো সমাপ্ত হলে জিডিপিতে ২-৪% বৃদ্ধি পাবে, মাথাপিছু আয় ১২ হাজার ডলার ছাড়িয়ে যাবে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ