বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সফল করতে বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগরের সভা
১০ ই মার্চ বাদ মাগরিব সংগঠনের কার্যালয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী সফল করতে সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর সভাপতি মোঃ মহিদুল ইসলাম নান্নু, সংগঠনের খুলনা মহানগর সাধারন সম্পাদক রোটাঃ এম আসাদুজ্জামান মুন্না এর পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী, সহ-সভাপতি ও খালিশপুর থানার সভাপতি মোঃ হুমায়ুন করিব নেয়াজী, বীর মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন সরদার, সার্জেন্ট (অবঃ) মোঃ মশিউর রহমান, সার্জেন্ট (অবঃ) মোকলেছুর রহমান, সার্জেন্ট (অবঃ) অহিদুজ্জামান, মহানগর যুগ্ম সাধারন সম্পাদক ও দৌলতপুর থানার সাধারন সম্পাদক মোঃ সালাম মোড়ল, মোঃ শাহিন শরিফ বাবু, মোঃ পারভেজ আহম্মেদ পালাশ, কমান্ডার কাজী আলী আজম, মোঃ নওশাদ হোসেন, নূর উদ্দিন, ইঞ্জি, শান্তুনু বৈরাগী, মোঃ আবুল বাশার, মোঃ রেজাউল করিম, বিশ্বজিত মন্ডল, মনিরুজ্জামান খান, রুবায়েত হোসেন রানা, জি এম রফিকুল ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ, শেখ জাহাঙ্গীর হোসেন, মশিউর রহমান মিলন, শেখ আলী আহম্মেদ, মোঃ ইব্রাহীম খলিল, আবুল কালাম সিকদার, সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ন শতবার্ষিকী পালন উপলক্ষ্যে ১৭ মার্চ সকাল ৬ টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮ টায় খুলনা বেতারে জাতির পিতার ভাষ্কার্যে মাল্যদান, বাদ জোহর বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠান, ১৮ মার্চ বাদ মাগরিব বঙ্গবন্ধু চত্ত্বর (সাবেক ময়লাপোতা মোড়) কেক কাটা অনুষ্ঠান ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, শহীদ শেখ আবু নাসের, বেগম রাজিয়া নাসের, সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠান সফল করতে সংগঠনের খুলনা মহানগর সকল নেতৃবৃন্দ ও অর্ন্তগত সকল থানা, ওয়ার্ড নেতৃবৃন্দদের প্রতি আহবান জানান।