md rabiul alam - (Comilla)
প্রকাশ ১১/০৩/২০২২ ০৭:৩৭পি এম

কুমিল্লার বরুড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘরসহ ঘুমন্ত নববধূ পুড়ে ছাই

কুমিল্লার বরুড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘরসহ ঘুমন্ত নববধূ পুড়ে ছাই
কুমিল্লা বরুড়ায় আজ শুক্রবার ভোর ৫ঃ ৪৫ মিনিটের সময় ডেউয়াতলী উত্তর পাড়ায় ভয়াবহ অগ্নি দুর্ঘটনা ঘটে। তবে আগুনের সূত্র পাতের সঠিক তথ্য এখনো জানা যায়নি কেউ বলছে গ্যাসের সিলেন্ডার বা বৈদ্যুতিক সট সার্কিট থেকে এই ভয়াবহ অগ্নিকান্ড হতে পারে।

এই অগ্নি দুর্ঘটনায় আলতাব হোসেনের বাড়িতে, আজ বাদ ফজরের নামাজের সময় ভয়াবহ অগ্নিকান্ডে তার বসত ঘর ও তার ছেলে মোঃ রেজাউলের বৌ ফরিদা ইয়াসমিন (২০) আগুনে পুরে ছাই হয়ে যায়। গ্রাম বাসি এবং দুটি ফায়ার সার্ভিস ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শত চেষ্টার পরেও তার পুত্র বধূ কে উদ্ধার করতে পারেনি বলে জানান , বরুড়া থানায় খবর দিলে কর্তব্যরত ডিউটি অফিসার ঘটনাস্থলে পৌঁছেন,ঘটনাস্থল থেকে ফরিদা ইয়াসমিনের আঙ্গার কৃত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসেন।

পরে ঝলম ৫ নং ইউনিয়ননের চেয়ারম্যান নুরুল ইসলাম নরু খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শোকাহত পরিবারকে শান্তনা দেন ও আগুনে পুড়ে যাওয়া ঘর পরিদর্শন করেন। আগুনের সূত্র পাতের সঠিক তথ্য নিশ্চিত করতে পারে নাই কেউ।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ