Sheikh Rubel - (Tangail)
প্রকাশ ১২/০৩/২০২২ ০১:৩৭এ এম

ভূঞাপুরে আনন্দ টিভির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

ভূঞাপুরে আনন্দ টিভির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
ad image
টাঙ্গাইল ভূঞাপুরে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে “আনন্দ টিভির” চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১১ মার্চ) সকালে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন "আনন্দ টিভির" টাঙ্গাইল জেলা প্রতিনিধি আল আমিন শোভন। এ উপলক্ষে প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের উপজেলা চত্বর হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মোছা. নার্গীস বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আলাউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ মজিদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মাসুদুল হক টুকু, পৌর সভার প্যানেল মেয়র খন্দকার জাহিদ হাসান প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন- ভূঞাপুর প্রেসক্লাবের উপদেষ্টা মো. বদিউজ্জামান খাঁন, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাংবাদিক আখতার হোসেন খান, সৈয়দ সরোয়ার সাদী রাজু, জুলিয়া পারভেজ, শফিকুল ইসলাম শাহীন, কামাল হোসেন, ইব্রাহীম ভূঁইয়া, কোরবান আলী তালুকদার, ফরমান শেখ, মো. নাসির উদ্দিন, মাহমুদুল হাসান, মুহাইমিনুল ইসলাম হৃদয়, আলমগীর হোসেন, রফিকুল ইসলাম রবি, আরিফুজ্জামান তপু, খন্দকার মাসুদ রানা, তৌফিকুর রহমান মানিক, শফিউর রহমানসহ ভূঞাপুর ও ঘাটাইলের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ