JAKIR HOSSAIN - (Jashore)
প্রকাশ ১০/০৩/২০২২ ০৮:৩৭পি এম

যশোরের শার্শায় সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন

যশোরের শার্শায় সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন
যশোরের শার্শায় সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের নব-নির্মিত চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। একই সাথে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেয়া হয়। বৃহস্পতিবার(১০মার্চ) সকাল ১১টায় উপজেলার সাড়াতলা সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের প্রভাষক এএসএম আশরাফুজ্জামানের সঞ্চালনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসানুজ্জামান লাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন (এম,পি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য ওহেদুজ্জামান ওহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, ডিহি ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, পাকশিয়া আইডিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান, গোকর্ণ শাড়াতলা দাখিল মাদ্রাসা পর্ষদের সভাপতি ডাঃ আনিসুর রহমান, ডিহি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সাইদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক নূর ইসলাম তরফদারসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ