MD.Abul Hasan - (Thakurgaon)
প্রকাশ ১০/০৩/২০২২ ০৮:৩০পি এম

সড়ক আটকে বাড়ি নির্মাণ,বিপাকে পথচারি

সড়ক আটকে বাড়ি নির্মাণ,বিপাকে পথচারি
ঠাকুরগাঁও সদর উপজেলার “মাষ্টারপাড়া” এলাকায় সড়ক আটকে বাড়ি নির্মাণ ও নির্মাণ সামগ্রী রাখায় বিপাকে পরেছেন পথচারিরা।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায় , দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার“মাষ্টারপাড়া” এলাকায় হাজিরমোর -দানারহাট সড়ক আটক করে নিজের বসত বারি নির্মাণ কাজের জন্য রাস্টায় ইট ও বাশ দিয়ে রাস্তা বন্ধ করে রাখে ও গাড়ি থেকে নির্মাণ সামগ্রী নামানোর কাজ করে এতে বিপাকে পরে অসংখ্য যানবাহন ও পথচারিরা।

রাস্তায় ইট দেয়ার বিষয়ে জানতে চাইলে নির্মানাধিন বারির মালিক মোস্তাফিজুর রহমান বলেন, আমার এপাশ খুরা হয়েছে রাস্তা যেহেতু ভেেেঙ্গ না যায় তাই রাস্তার নিরাপত্তার জন্য এ কাজটি করা হয়েছে। আলু বহনকারি গাড়িচালক সুজন বলেন, আমরা আলু নিয়ে কোল্ড স্টোরে যাচ্ছিলাম এখানে বারির কাজ করছে বালির গাড়ি একপশে অন্যপাশে ইটবাশ দেয়ার কারণে একঘন্টা থেকে আটকা পড়ে আছি, পিছনে আরো অনেক গাড়ি আটক হয়ে আছে।

পথচারিরা জানান, সর্বক্ষন এ রাস্তা দিয়ে অসংখ্য ছোট বড় গাড়ি চলাচল করে এভাবে ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ করে পথচারিদের পথ আটকানোর কোন মানে হয়না।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ