দিনাজপুর চিরিরবন্দরে ২৪ ঘন্টার মধ্যে ৫টি ট্রাফিক স্তম্ভ কাজের উদ্ভোধন
দিনাজপুর চিরিরবন্দরে সাম্প্রতিক সময়ে যানজট নিয়ন্ত্রন ও সড়ক দূর্ঘটনা রোধে উপজেলা প্রশাসনের দেয়া প্রতিশ্রুতিতে ২৪ ঘন্টার মধ্যে ৫টি পয়েন্টে ট্রাফিক স্তম্ভ বসানোর জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। স্থান গুলো হলো,চিরিরবন্দর পেট্রোল পাম্প, ড্যাফডিল স্কুল, রাণীরবন্দর সড়কের মাছ বাজার ঘুঘুরাতলী বটগাছ, হাসপাতাল মোড় ও টিএন্ডটি মোড়।
এ সময় উপস্থিত ছিলেন,চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)আয়েশা সিদ্দিকা,সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আহসানুল হক মুকুল। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)আয়শা সিদ্দিকা জানান,সকাল ৭টা হইতে বিকাল ৫টা পর্যন্ত ট্রাক্টর সহ ভারী যানবাহন প্রবেশ করার উপর নিষেধাজ্ঞা সহ ফুটপাত দখল মুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।
এছাড়াও সকাল ৭ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত কোন ট্রাক্টর শহরে ঢুকবেনা, বেসরকারি স্কুলগুলো নিজ নিজ খরচে ট্রাফিক ইউনিফর্ম পরিহিত নিজস্ব ট্রাফিক সিষ্টেম চালু করবে, উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণে কয়েকটি স্পটে ট্রাফিক ব্যবস্থা নেয়া হবে, ড্যাফডিল স্কুল হতে, পেট্রোল পাম্প, টিএন্ডটি মোড় হতে রাণীরবন্দর সড়কের মাছ বাজার পর্যন্ত যেকোন গাড়ীর সর্বোচ্য গতিসীমা হবে ২০ কিলোমিটার।
তিনি অভিভাবকগনদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের নিজ নিজ সন্তানদের সচেতন করে সতর্ক হয়ে তাদের কে চলাফেরা করতে বলবেন। অপরিণত বয়সে সাইকেল বা মোটরসাইকেল ব্যবহারে নিরুৎসাহিত করবেন।