চট্টগ্রাম জেলার থানাসমূহের মধ্যে শ্রেষ্ঠ ওসি নিবার্চিত হলেন লোহাগাড়া থানার আতিকুর রহমান
চট্টগ্রামের ১৬ থানার মধ্যে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১০ মার্চ) বিকালে চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তার সম্মাননা স্মারক ওসি মো. আতিকুর রহমানের হাতে তুলে দেন চট্টগ্রাম পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল অফিসার সহ চট্টগ্রাম জেলার বিভিন্ন থানার ওসিগণ উপস্থিত ছিলেন। লোহাগাড়া থানার ওসি মো. আতিকুর রহমান গত ১৫ জানুয়ারি থানায় যোগদান করেন। যোগদানের পর সাজাপ্রাপ্ত আসামি, বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিয়মিত মামলার আসামিকে গ্রেফতার করেন তিনি। এছাড়া নিয়মিত স্থানীয়ভাবে নানা ধরনের সামাজিক সমস্যা সমাধান, চুরির মালামাল উদ্ধার সহ অপরাধ প্রবণতা রোধে কাজ করে যাওয়াতে তিনি চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হন বলে জানা যায়। এ ব্যাপারে ওসি মো. আতিকুর রহমান বলেন, অপরাধ রোধ করা আমাদের কাজ। সাধারণ জনগণ যাতে নির্বিঘ্নে শান্তিতে থাকতে পারে, অপরাধীরা যাতে কোনো অপরাধ করতে না পারে সেই জন্য আমি কাজ করে যাব।