Md Ubaydullah - (Mymensingh)
প্রকাশ ১০/০৩/২০২২ ০৮:৩৮পি এম

জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া

জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জঃ "মুজিববর্ষের সফলতা দূর্যোগ প্রতিরোধে গতিশীলতা" এই প্রতিপাদ্যের আলোকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সোহাগি ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা ও মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা: হাফিজা জেসমিন।

ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়ায় উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের তত্ত্বাবধানে উপজেলা ফায়ার সার্ভিস দল অংশ গ্রহণ করেন। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক নুরুল ইসলাম খান সুরুজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলার সোহাগি ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বাবু বিশ্বজিত কুমার বণিক, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি ফেরদৌস কোরাইশী টিটু প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ