MD.Abul Hasan - (Thakurgaon)
প্রকাশ ১০/০৩/২০২২ ০১:৩৭পি এম

ঠাকুরগাঁওয়ে নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত-গুরুতর আহত ১

ঠাকুরগাঁওয়ে নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত-গুরুতর আহত ১
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নসিমনের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন নিহতের চাচাতো ভাই। বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী সড়কে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীযরা।

নিহত সুজন ইসলামের বাড়ি উপজেলার পাড়িয়া ইউনিয়নের দায়মুল গ্রামে। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ঢাকা থেকে সুজনের চাচাতো ভাই মো. দেলোয়ার ঠাকুরগাঁও আসে। সুজন তাকে মোটরসাইকেলে আনতে যান। ফেরার পথে মোটরসাইকেলে নসিমনের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়।

আহত অবস্থায় দেলোয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তার উন্নত চিকিংসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়। ওসি বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। নসিমনের চালককেও আটক করা যায়নি।’

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ