ফরিদপুরে ক্ষুদ্র নৃ গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ
বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় ফরিদপুরে ক্ষুদ্র নৃ গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক ও বাইসাইকেল বিতরন করা হয়েছে। ৯ মার্চ বুধবার বিকেল ৪ টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ হলরুমে এই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, সদর উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক মোল্লা। এছাড়াও সদর উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যানগণও সভায় উপস্থিত ছিলেন।
২০২২ সালে সরকারের পক্ষ থেকে ক্ষুদ্র নৃ গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মাঝে প্রথম পর্যায়ে ফরিদপুর সদরে ৩০ জন শিক্ষার্থীর মাঝে মোট এক লক্ষ পয়ত্রিশ হাজার পাঁচশত টাকার চেক ও পাঁচজন মেধাবী শিক্ষার্থীর হাতে পাঁচটি বাই সাইকেল প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি)) লাভলী ইয়াসমিন।