নবাবগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা
নবাবগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ দিনাজপুরের নবাবগঞ্জে বাজার ও নিউমার্কেটের ৩ দোকানীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার(ভুমি) মোঃ কামরুজ্জামান সরকার পৃথক পৃথক ৩টি দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার(ভুমি) মোঃ কামরুজ্জামান সরকার জানান দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।