সাতক্ষীরার শ্যামনগরে নারী ও পুরুষ সমতায় জৈব কৃষি প্রসারে কৃষকদের প্রশিক্ষণ
জীববৈচিত্র্য নির্ভর কৃষি বা কৃষি প্রতিবেশ বাস্তবায়নে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রিসার্চ ইনিশিয়েটিভ্স বাংলাদেশের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্যকে সামনে নিয়ে নারী পুরুষ সমতায় জৈব কৃষির প্রচার প্রসারে কৃষকদের অংশ গ্রহণে দুই দিন ব্যাপী জেন্ডার ও কৃষি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী বুধবার বিকালে অনুষ্ঠিত হয়।
রাসায়নিক সার ও কীটনাশকের উপর নির্ভর শীলতা কমিয়ে জীববৈচিত্র্য নির্ভর কৃষির চাষাবাদ বৃদ্ধিতে কৃষকদের উদ্বুদ্ধকরণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হল রুমে আরএলএসর সহায়তায় প্রশিক্ষণের উদ্বোধন করেন ও কৃষিতে নারীর অবদান বিষয়ে আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম। নারী কৃষকের উন্নয়নে মহিলা বিষয়ক অধিদপ্তরের ভূমিকা নিয়ে আলোচনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক। আন্তর্জাতিক নারী দিবস, জেন্ডার বৈষম্য,নারী পুরুষের সম্পর্কের প্রকৃতি নিরুপণ সহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন রিইবের পরিচালক ও প্রকল্প সমন্বয়ক সুরাইয়া বেগম।
অন্যান্যদের মধ্যে আলোচনা করেন রিইবের ট্রেনিং অফিসার মোঃ আরমান হোসাইন, গবেষণা সহকারী চৈতন্য দাস প্রমুখ। প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক ও শিক্ষক রনজিৎ বর্মন , প্রকল্প সমন্বয়ক সুরাইয়া বেগম, ট্রেনিং অফিসার মোঃ আরমান হোসাইন, গবেষণা সহকারী চৈতন্য দাস, কৃষক বিলাসী মুন্ডা, খলিলুর রহমান, বিপ্লব ঘোষ, বিলকিস বেগম প্রমুখ। উল্লেখ্য যে রিইবের আয়োজনে নারী পুরুষ কৃষকদের অংশ গ্রহণে আন্তর্জাতিক নারী দিবসে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
ছবি- শ্যামনগরে জৈব কৃষি প্রসারে কৃষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা কৃষি অফিসার এনামুল ইসলাম।