সংগঠন গড়ার লক্ষ্যে ও অসুস্থ সাংবাদিককে দেখতে যান (বি এন জে এফ) এর সহঃ সাংগঠনিক সম্পাদক
আজ০৯/০৩/২০২২ ইং বিকাল ৫ টায় লাকসাম উপজেলায় ঝটিকা সফরে , লাকসাম উপজেলায় (বি এন জে এফ) সভাপতি হিসাবে মোঃ জাহিদুল হককে চুড়ান্ত ভাবে লাকসাম উপজেলা কমিটির সভাপতি নিয়োগ দান করেন, এবং লাকসাম উপজেলায় ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার পরামর্শ দেন, সি, এন, এন, বাংলা টিভি প্রতিনিধি মোঃ জাহিদুল হককে।
পরে সন্ধ্যা ৬টায় দূরবৃ্ত্তদের হামলায় অসুস্থ সাংবাদিক মোঃ সফিউল্লাহের বাসায় যান, বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সহঃ সাংগঠনিক সম্পাদক মানবতার ফেরিওয়ালা মোঃ মহিবুল্লাহ্ ভূঁইয়া (বাবুল) কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ ছাব্বির আহমেদ ও কেন্দ্রীয় কমিটির ক্রাইম সম্পাদক টিপু সুলতান সহ অসুস্থ সাংবাদিক মোঃ সফিউল্লাহকে দেখতে যান ও তার শারীরিক খোঁজ খবর নেন, এসময় উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও এলাকার গন্যমান্য ব্যাক্তিগন।