Monir
প্রকাশ ০৯/০৩/২০২২ ০৫:৪৬পি এম

বিকট শব্দে ২ ফুট উঁচু সড়ক বিভাজকে উঠে গেল বাস

বিকট শব্দে ২ ফুট উঁচু সড়ক বিভাজকে উঠে গেল বাস
ad image
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে ২ ফুট উঁচু সড়ক বিভাজকে উঠে আটকে গেছে একটি যাত্রীবাহী বাস। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড আনারস চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মধুপুরের ট্রাকচালক লুৎফর আকন্দ ও আবুল কালাম জানান, তিন জেলার (টাঙ্গাইল-জামালপুর-ময়মনসিংহ) সড়ক মোহনার মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বর খুব ব্যস্ততম স্থান। টাঙ্গাইলের দিক থেকে এসে বাসটি (নং ঢাকা মেট্রো-ব-১৩-০৬৫৬) দ্রুতগতিতে বাসস্ট্যান্ডে প্রবেশের সময় বা পাশে যানজট দেখে ডানের পথে ঢুকে যায়।


এ সময় বাসটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে আইল্যান্ডে উঠে যায়। এ সময় বিকট শব্দ হয়। এতে বাসের ২৫-৩০ যাত্রী আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠেন। প্রায় ২ ফুট উঁচু সড়ক বিভাজকে কীভাবে বাস উঠে গেল এটি বিস্ময়। বাসটি কাত হয়ে আটকে যায় সেখানে। তবে এতে কেউ হতাহত হননি। এ ঘটনার পরিচালক পালিয়েছেন।মধুপুর থানার ওসি মাজহারুল আমিন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি অনেক রাত পর্যন্ত চেষ্টা করেও নামানো যায়নি। বুধবার র্যাকার দিয়ে নামানোর ব্যবস্থা হচ্ছে।

শেয়ার করুন

ad image

সম্পর্কিত সংবাদ