বিদেশী সাঁতার || মাহদী হাসান
মাস্তুলহীন তরণী যখন
দ্রোহের জোয়ারে ভাসে,
ভয় হয় খুব— সেই স্রোত যদি
বয়ে যায় সারাদেশে!
বাঁচার উপায়— না দেখে নাবিক
বিকল্প পথ খোঁজে,
খুঁজতে খুঁজতে উড়োজাহাজের
টিকেট নিয়েছে গোঁজে।
শিখতেই হবে বিদেশী সাঁতার
যতো যাবে টাকা দেবে,
কারা ভুখা রলো, কারা কী বললো
কী হবে অতোটা ভেবে!
আমরাতো ভাই জনসাধারণ—
হিসেব রেখেছি কষে,
সময় গড়ালে সুদ ও আসলে
উসুল করবো বসে।