MD Imtius hosen pathan - (Mymensingh)
প্রকাশ ০৮/০৩/২০২২ ১০:৪৪এ এম

অন্যায়, অপরাধ

অন্যায়, অপরাধ
মানুষ কখন অন্যায় করে? মানুষ কেন অন্যায় করে?আসলে মানুষ সামাজিক জীব,সমাজ বদ্ধ ভাবে বসবাস করে,একটি শিশু জম্মের পর থেকেই তার সামাজিকীকরণ শুরু হয়, শিশু বেড়ে উঠে তার আপন গতীতে তবে সে বেড়ে উঠার সাথে সাথে সে কিছু নিয়ম কানুনের মাধ্যমে যায়, সেটা হলো পরিবারীকরণ যা সে পরিবার থেকে শিক্ষা পায়, এর পরের ধাপে সামাজিকীকরণ, এবং পরে হলো আঞ্চলিকীকরণ, এভাবে সে হয়ে উঠে একটি দেশের নাগরীক এটাকে বলে নাগরীকিকরণ, আর এই চলার পথে অনেক মোর আছে পরিবার, সমাজ,অঞ্চল, রাষ্ট এগুলোর একটির ও যদি অনিয়ন্ত্রিতভাবে চলে, ভা প্রচলিত ভাবে না চলে তবে তৈরি হবে মহাসম্যসা, যার নাম, বিসৃস্খলা, যার নাম অন্যায়,অত্যাচার, অনাচার,যার নাম অনৈতিকতা,অবৈধ, যার নাম পাপ,আর এই সময় মানুষ অন্যায় করে।আর তখনি মানুষ তার মৈলিক অধিকার থেকে বঞ্চিত হয়, তারা অনৈতিক, আর অসামাজিক,মূল্যবোধ হীন,নৈরাজ্যতায় নিম্মজিত হয়ে যায়, যখন সত্যের কোনো দাম থাকে না,অর্থের কোনো মূল্য থাকে না,এইসব কারণে মানুষ অপরাধে জড়িয়ে পড়ে।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ