MD. AZAM ALI KHAN
প্রকাশ ০৮/০৩/২০২২ ১০:৫৪এ এম

বাঘারপাড়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

বাঘারপাড়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত
বাঘারপাড়ায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর ম্যুারালে উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন রনজিৎ কুমার রায় এমপি ।

এরপর ৭ মার্চের র‍্যালী উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, ভাইস- চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু , থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, রবিউল ইসলাম, বাবলু কুমার সাহা, আরিফুল ইসলাম তিব্বত, আমিনুর রহমান সরদার, আসাদুজ্জামান মিটুসহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাগণ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারি। অনুষ্ঠান শেষে ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন পর্যায়ের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই দিন সকাল দশটায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়াজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি রনজিৎ কুমার রায় এমপি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দোহাকুলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অরুন অধিকারি, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ আজগর আলী, রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন,উপজেলা ছাত্রলীগর সাবেক সভাপতি নাজমুল হুসাইন নান্নু প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ